নারকেল তেল ৫০০ গ্রাম
চুলের যত্নে নারকেল তেল
এশিয়াতে চুলের সাথে যেই নামটা সবচেয়ে বেশি জড়িত তা হলো "নারকেল তেল"। সেই আদিকাল থেকেই নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে চুলকে সুন্দর ও হেলদি রাখতে।
আমাদের নানি-দাদিরা কি এই তেলের এতো এতো গুণাবলি জানতেন? হয়তো বা..
তাদের এমন একটা দিন পার হতো না যেদিন চুলে নারকেল তেল ব্যবহার করতেন না। করবেন নাই বা কেন?
চুলের রাফনেস দূর করা থেকে শুরু করে চুল পড়া, খুশকি, বা চুলের আগা ফাটা দূর করতে নারকেল তেলের রয়েছে বেশ সুনাম। যাদের চুল ড্যামেজ, চুল ও ফ্রিজি হয়ে থাকে সব সময় তাদের জন্য নারকেল তেল আদর্শ। কারণ এটি চুলের উপরে একটা মশৃণ আবরণ তৈরি করে ও চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে৷
এমনকি নারকেল তেল প্রোটিনের জোগান দেয় ও চুলকে গোড়া থেকে মজবুত করে। নিয়মিত নারকেল তেল ইউজে চুল হবে উজ্জ্বল ও ঘন।